logo

রাজ্যের কাঁঠাল, লেবু এবার জার্মানের উদ্দেশ্যেঃ ত্রিপুরা

রাজ্যের সুপ্রসিদ্ধ আনারস আগেই বিদেশে পাঠানো হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো কাঁঠাল ও লেবু। সম্প্রতি ব্রিটেনের ও সৌদি আরবে কাঁঠাল রপ্তানি করা হয়েছে। বুধবার জার্মানির উদ্দেশ্যে পাঠানো হলো কাঁঠাল ও লেবু। গুয়াহাটির একটি কোম্পানি তা রপ্তানি করছে। তাতে সহযোগিতা করছে উদ্যান বিভাগ। দফতরের অধিকর্তা ফণিভূষণ জমাতিয়া জানান, বক্সনগর, কুমারঘাট, বিলাস ছড়া এবং ধলাই জেলার কিছু এলাকা থেকে কাঁঠাল ও লেবু সংগ্রহ করা হয়েছে। তাতে লাভবান হবেন চাষিরা। তারা যেমন ন্যায্য দাম পাচ্ছেন তেমনি অবিক্রিত থাকবে না তাদের উৎপাদিত ফল।

11
14684 views
  
1 shares